Site icon Jamuna Television

আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না ড. ইউনূস: হাইকোর্ট

ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা স্থগিত কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এ সময় হাইকোর্ট বলেন, ড. ইউনূসকে বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে। এছাড়া ড. ইউনূসের শ্রম আদালতের দেয়া সাজার স্থগিতাদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেন।

এর আগে, রোববার শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের সাজা স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালে ৬ মাস সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। শ্রম আপিল আদালতে ড. ইউনূসের মামলা ৬ মাসের মধ্যে যেন, নিষ্পত্তি হয় এমন আবেদনও হাইকোর্টে করা হয়।

/এনকে

Exit mobile version