Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

বন্যার কবলে রয়েছে প্রায় ১ কোটি মানুষ। ছবি: সিএনএন।

ভারী বৃষ্টি আর ঝড়ের কারণে বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বন্যার কবলে প্রায় ১ কোটি মানুষ। ইতোমধ্যে, বেশ কিছু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় প্রায় ৯ লাখ মানুষ।

ভয়াবহ বন্যার কারণে সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, সাক্রামেন্টো, সান দিয়েগো ও মেট্রো অকল্যান্ড বিমানবন্দরে বাতিল করা হয়েছে সাড়ে তিনশ’র বেশি ফ্লাইট।

এর আগে, রোববার সন্ধ্যায় শক্তিশালী ঝড় আঘাত হানে অরেঞ্জ কাউন্টিতে। সেখানে জরুরি অবস্থা জারি রয়েছে। এরপর থেকেই টানা বৃষ্টি হচ্ছে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে। ফলে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যার।

\এআই/

Exit mobile version