Site icon Jamuna Television

ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আমানত

মেডিকেল প্রতিবেদক:

ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির (ডিএমআরইউ) সভাপতি পদে ইনডিপেন্ডেন্ট টিভির মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির সৈয়দ আমানত আলী নির্বাচিত হয়েছেন।

সোমবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনটির ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এনটিভির কাজী শফিউল ইসলাম (আল আমিন) সহ-সভাপতি, এশিয়ান টিভির হাফেজ মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদের মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক, ঢাকা নিউজের জহিরুল ইসলাম সানি কল্যাণ সম্পাদক, কালের নিউজ ২৪ডটকমের জীবন মিয়া দফতর সম্পাদক, দৈনিক আমার বার্তার জাহাঙ্গীর আলম শাহীন অর্থ সম্পাদক, দৈনিক ঢাকা টাইমসের আহমেদ মুন্নি নারী সম্পাদক, দৈনিক অগ্রসরের ওমর ফারুক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং জিয়াসমিন আক্তার রোদেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন।

নতুন কমিটির কার্যকরী সদস্যরা হলেন নয়া দিগন্তের শামীম হাওলাদার, আতিকুল ইসলাম, খন্দকার বেনজির আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মুরাদ হোসেন, সিরাজাম মনিরা, নাজমুল হোসাইন সাগর ও সোনিয়া আক্তার কারিবা। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

/এমএন

Exit mobile version