Site icon Jamuna Television

জান্তার ওয়ার প্লেন হামলায় স্কুলে নিহত ৪ শিক্ষার্থী

বোমা হামলায় গুঁড়িয়ে দেয়া হয়েছে স্কুলের অবকাঠামো। ছবি: ইরাওয়াদি নিউজ।

থামছেই না মিয়ানমার জান্তা ও সশস্ত্র বিদ্রোহীদের লড়াই। সোমবার (৫ ফেব্রুয়ারি) অভিযান চলাকালে কায়া রাজ্যের একটি স্কুলে সেনা হামলায় ৪ শিক্ষার্থী নিহত হয়। আহত কমপক্ষে ১০ জন। এক প্রতিবেদনে মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাওয়াদি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেমোসো শহরে দুটি ওয়ার প্লেন থেকে স্কুলটি লক্ষ্য করে ছোড়া হয় বোমা। গেলো কয়েকদিন ধরেই রাজ্যটিতে সামরিক জান্তার বিরুদ্ধে বড় ধরণের প্রতিরোধ গড়ে তুলেছে কেএনডিএফ যোদ্ধারা। এরই জবাবে, স্কুলটিতে হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী।

দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, স্থাপনাটিতে বিদ্রোহী সেনারা অব্স্থান করছিলো এমন অভিযোগে অভিযান চালানো হয়। সংঘাতময় পরিস্থিতির কারণে স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন বেসামরিক নাগরিকরা।

\এআই/

Exit mobile version