Site icon Jamuna Television

নাটোরে চাঁদাবাজির অভিযোগে ২৫ জন র‍্যাবের হাতে আটক

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে চাঁদাবাজির অভিযোগে ২৫ জনকে আটক করেছে র‍্যাব। আলাদা তিনটি স্থানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য জানানো হয়।

গতকাল সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নাটোর সদর, সিংড়া ও লালপুর উপজেলায় অভিযান চালায় র‍্যাব-৫। নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সনজয় কুমার সরকার জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আটককৃতরা স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে কাঁচা সবজি, পণ্য পরিবহনের ট্রাক, অটোরিকশা ও বাস থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। এসময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও রশিদ বই জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

/এমএইচআর

Exit mobile version