Site icon Jamuna Television

স্প্যানিশ ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র মোড়ক উন্মোচন

স্প্যানিশ ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে গণ ভবনে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর প্রকাশিত বইগুলো ভবিষ্যতে গবেষণার বড় খোরাক হবে। এ বই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসও স্মরণ করিয়ে দেবে বলে জানান প্রধানমন্ত্রী। যত বেশি ভাষান্তর হবে তত বেশি সংস্কৃতির বিকাশ হবে। স্প্যানিশ ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ করার জন্য স্পেন সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version