Site icon Jamuna Television

ইসরায়েলি বাহিনীকে প্রতিহতের চেষ্টা হামাসের

ছবি: গেটি ইমেজ।

গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই। বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীকে প্রতিহতের চেষ্টা করছে হামাস যোদ্ধারা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার মধ্যাঞ্চলে অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। হামাসের আস্তানা লক্ষ্য করে হামলার দাবি ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ’এর।

এদিকে, গাজায় বেড়েছে লড়াইয়ের তীব্রতা। সেখানে বহু হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি তেল আবিবের। নাসের হাসপাতাল ঘিরে রাতভর চলে তীব্র গোলাবর্ষণ। আশপাশে বহু ঘরবাড়িতে আগুন ধরিয়েও দেয়া হয়।

এছাড়াও খান ইউনিসে চলছে জোরালো স্থল অভিযান। গেলো দু’সপ্তাহে শহরটির অনেকটা ভেতরে অগ্রসর হয়েছে ইসরায়েলের পদাতিক বাহিনী।

রেড ক্রিসেন্ট জানায়, খান ইউনিসে সংগঠনটির কার্যালয় ও আল আমাল হাসপাতালে আশ্রিত ৮ হাজার বাস্তুচ্যুতকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

\এআই/

Exit mobile version