Site icon Jamuna Television

৮ সপ্তাহ মাঠের বাইরে ‘কসাই’ মার্টিনেজ

ইনজুরিতে অন্তত ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে।

গত রোববার (৪ ফেব্রুয়ারি) ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে চোট পান ‘কসাই’। ৭১তম মিনিটে এই আর্জেন্টাইনকে তুলে নিতে বাধ্য হন এরিক টেন হাগ। ম্যাচ শেষে ডাক্তারি পরীক্ষায় বোঝা যায় চোট কতটা গুরুতর। হাঁটুর লিগামেন্টের চোটে অন্তত ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মার্টিনেজকে।

অস্ত্রোপচার প্রয়োজন হলে সময়টা আরও লম্বা হবে। তবে রেড ডেভিল কর্তৃপক্ষের প্রত্যাশা, অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে উঠবেন লিসান্দ্রো মার্টিনেজ। গত মৌসুমেও ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

/এএম

Exit mobile version