Site icon Jamuna Television

ঢাকায় বিপিএল, ব্যাট করছে রংপুর

পুরোনো ছবি: সংগৃহীত

ঢাকা ও রংপুরের মধ্যকার ম্যাচ দিয়ে আবারও ঢাকায় ফিরেছে বিপিএল। মিরপুরে টস হেরে এই মুহূর্তে ব্যাট করছে ‘রংপুর রাইডার্স’। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩ ওভারে বিনা উইকেটে ১৬ রান।

সিলেট পর্বের শেষ ম্যাচে বড় জয় দিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রংপুর। তবে এই ম্যাচ শেষে পাকিস্তান ফিরে যাবেন দলের অন্যতম বড় তারকা বাবর আজম। অফফর্মে থাকা ক্যারিবিয়ান তারকা ব্রেন্ডন কিংয়ের পরিবর্তে এই ম্যাচে নেয়া হয়েছে সালমান ইরশাদকে।

অন্যদিকে, টানা হারে বিপর্যস্ত ‘দুর্দান্ত ঢাকা’। আসরে এখন পর্যন্ত এক জয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান তাদের। ফর্মে নেই টপ অর্ডারের ব্যাটার। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি দলটির পাকিস্তানি তারকা সায়েম আইয়ুব। এই ম্যাচে দলে ফিরেছে চতুরাঙ্গা ডি সিলভা।

/এএম

Exit mobile version