Site icon Jamuna Television

থাইল্যান্ডের বন্দর সরাসরি ব্যবহারে চুক্তি হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

থাইল্যান্ডের সাথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। দেশটির বন্দর সরাসরি ব্যবহার করতে চুক্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, থাইল্যান্ডের সাথে ২ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে বাংলাদেশের। গার্মেন্টস, প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন পণ্য দেশটিতে রফতানি করা হয়। আর আমদানি-রফতানিতে বাংলাদেশি পণ্য পরিবহনের সময় কমাতে থাইল্যান্ডের রেনন বন্দর সরাসরি ব্যবহার করতে চায় বাংলাদেশ। এ নিয়ে দেশটির সাথে সমঝোতা স্বাক্ষর হবে।

মিয়ানমারে চলমান অস্থিরতায় টেকনাফ স্থল বন্দরে কোনো প্রভাব পড়ছে না বলেও জানিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।

/এমএন

Exit mobile version