Site icon Jamuna Television

বাংলাদেশের কাছে বোয়িং বিমান বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের কাছে বোয়িং বিমান বিক্রি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ক্রয় প্রতিযোগিতায় স্বচ্ছতা চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খানের সাথে বৈঠক করেন পিটার হাস। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত এ কথা জানান।

পিটার হাস বলেছেন বলেন, বিমান বাংলাদেশের অগ্রগতিতে বোয়িং বিমান দিয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) সাথে যুক্তরাষ্ট্রের ফেডারেল সিভিল এভিয়েশন অথরিটি কাজ করবে।

বাংলাদেশের সুবিধা বিবেচনা করে বিমান কেনা হবে বলে এ সময় জানিয়েছেন বিমানমন্ত্রী। আরও জানান, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে আইকাও কাজ করছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের একটি টিম বাংলাদেশে পরিদর্শনে আসবে।

/এমএন

Exit mobile version