Site icon Jamuna Television

মুদ্রা পাচারকারী চক্রের সন্ধান, জড়িত ব্যাংকাররাও

সাংবাদিকদের ব্রিফিং করছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা অবৈধভাবে সংগ্রহ করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করছে একটি চক্র। থাইল্যান্ডের ব্যাংককে বসে অবৈধভাবে বিদেশি মুদ্রা ক্রয়-বিক্রয় ও মানিলন্ডারিং করছে চক্রটি।

বিষয়টির প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেছেন, বিমানবন্দরের কয়েকটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ডলারসহ বৈদেশিক মুদ্রা কিনে ব্যাংকিং চ্যানেলে তা না দেখিয়ে বাইরে বিক্রি করে দেয়। সোনালী, পূবালী ও জনতা ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এই চক্র জড়িত। পরে মানিলন্ডারিংয়ের মাধ্যমে এই বৈদেশিক মুদ্রা পাচার হয়ে যায়।

দুদক সচিব জানান, গতকাল সোমবার হযরত শাহজালাল বিমানবন্দরে দুদকের এনফোর্সমেন্ট অভিযানে চক্রটির সন্ধান পাওয়া যায়। তাদের কারণে প্রতিদিন শত কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে ব্যাংকিং খাত।

/এমএন

Exit mobile version