Site icon Jamuna Television

১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ভারতে অবৈধভাবে প্রবেশকারী ১২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দেশে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সকল আনুষ্ঠানিকতা শেষে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্তের শুন্য রেখায় তাদেরকে হস্তান্তর করে ভারত। ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের কাছে তাদের হস্তান্তর করা হয়।

দেশে ফেরত পাঠানোদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ। তারা জানান, কাজের প্রলোভনে দালালদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান তারা। পরে তাদেরকে ফেলে চলে আসে দালালরা। পরবর্তীতে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়।

সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, দেশে ফেরত আসা ১২ জনের মধ্যে এগারোজনই প্রাপ্তবয়স্ক। তারা মূলত কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

/আরএইচ/এমএন

Exit mobile version