Site icon Jamuna Television

মাঠে নামছে আজ খুলনা-কুমিল্লা

বিপিএলে আছে দুটি ম্যাচ। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় লড়বে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলে ৫ ম্যাচ খেলে চার জয় তুলে দারুণ ফর্মে আছে খুলনা টাইগার্স। অধিনায়ক বিজয়, এভিন লুইস, আফিফ হোসেন, মোহাম্মদ নওয়াজদের নিয়ে ছন্দে আছে তালহা জুবায়েরের দল। প্রথম চার ম্যাচ জিতলেও সবশেষ ম্যাচে অবশ্য বরিশালের কাছে হেরে কিছুটা ছন্দপতন হয়েছে খুলনার।

অন্যদিকে, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও সবশেষ চার ম্যাচের তিনটি জিতে শেষ চারে জায়গা পাওয়ার রেসে ভালোভাবেই আছে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের দুই তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাস ছন্দে না থাকলেও মাহিদুল অঙ্কন, তাওহীদ হৃদয়দের ব্যাটিং আর তানভির ইসলাম ও আলিস ইসলামের স্পিন বড় ভরসা ভিক্টোরিয়ান্সদের।

/এএম

Exit mobile version