Site icon Jamuna Television

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ

বিস্ফোরণের পরের একটি দৃশ্য। ছবি: টাইমস অব ইন্ডিয়া।

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেলো কমপক্ষে ১১ জনের। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশের হারদা জেলায় হয় এ দুর্ঘটনা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয় ১৭৪ জনকে। প্রত্যক্ষদর্শীরা জানান, টানা কয়েকটি বিস্ফোরণ হয় তিন তলা ভবনটিতে। সেসময় প্রায় ২শ’ শ্রমিক কাজ করছিলো সেখানে।

ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আহত ও দগ্ধদের দেখতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এ ঘটনায়, ৩ জনকে আটক করা হয়েছে। রয়েছেন কারখানার মালিক দুই ভাই রাজেশ ও সোমেশ আগারওয়াল। অপরজন জেনারেল ম্যানেজার।

এর আগে, ২০২২ সালে কারখানাটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল। তা অমান্য করেই অবৈধভাবে চলছিলো কার্যক্রম। ২০১৫ সালে, একই কারখানায় বিস্ফোরণে নিহত হন দুই শ্রমিক। এ ঘটনায়, ২০২১ সালে ১০ বছরের কারাদণ্ড হয় মালিক রাজেশের।

\এআই/

Exit mobile version