Site icon Jamuna Television

জাবিতে আবাসিক হলে অভিযান, অছাত্রদের উৎখাত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে প্রভোস্টদের নেতৃত্বে প্রতিটি আবাসিক হলে একযোগে অভিযান চালানো হয়।

এসময়, বহিরাগতদের বের করে বৈধ বেশ কিছু ছাত্রদের সিট বুঝিয়ে দেন সংশ্লিষ্টরা। এছাড়া, হলের যেসব রুম তালাবদ্ধ ছিলো সেগুলো ভেঙে নতুন তালা লাগিয়ে দেয়া হয়। সিট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নতুন শিক্ষার্থীরা।

এর আগে, সিন্ডিকেট সভায় অবৈধ সিট দখলকারীদের হল থেকে বের করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী, অভিযান চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এএস

Exit mobile version