Site icon Jamuna Television

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত চিলির সাবেক প্রেসিডেন্ট

সেবাস্তিয়ান পিনেরা। ছবি: রয়টার্স।

হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা’র। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দেশটির লাগো রাংকো শহরের একটি হ্রদে বিধ্বস্ত হয় উড়োযানটি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বেঁচে যান বাকি তিন আরোহী। পিনেরার বয়স হয়েছিলো ৭৪ বছর। দুর্ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে চিলির নৌবাহিনী।

সাধারণত, প্রতি বছর ফেব্রুয়ারিতে পরিবার নিয়ে ভ্রমণ করতেন পিনেরা। নিজেই চালাতেন হেলিকপ্টার। তবে, দুর্ঘটনার সময় পাইলটের আসনে কে ছিলো, তা এখনও নিশ্চিত করা যায়নি। তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে চিলি।

উল্লেখ্য, দুই দফায় দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সেবাস্তিয়ান পিনেরা। প্রথম মেয়াদে অর্থনৈতিক সাফল্য পেলেও, দ্বিতীয় মেয়াদে দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা। রক্ষণশীল এই রাজনীতিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা’সহ লাতিন নেতারা।

\এআই/

Exit mobile version