Site icon Jamuna Television

সিরিয়ায় বিমান হামলা ইসরায়েলের

বিমান থেকে মিসাইল ছোড়ার একটি দৃশ্য। ছবি: আরব নিউজ।

আবারও সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল। হোমস শহর ও আশপাশের আরও কিছু এলাকায় ছোড়া হয় মিসাইল। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শায়রাত বিমানঘাঁটি ও সিরিয় সেনাবাহিনীর একাধিক নিরাপত্তা চৌকি টার্গেট করে ইসরায়েল। এ হামলায় কমপক্ষে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির সংবাদ মাধ্যম সানা জানায়, মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে, লেবাননের উত্তরাঞ্চল থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। সিরিয়ার টেলিভিশনে দেখানো হয়, বিধ্বস্ত ভবনের ফুটেজ। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি জানায়, নিহতদের মধ্যে দু’জন বেসামরিক নাগরিক।

শায়রাত বিমানঘাঁটি। ছবি: বিবিসি।

এর আগে, গত অক্টোবরের গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই সিরিয়ায়ও হামলা বাড়িয়েছে ইসরায়েল। গেলো সপ্তাহে, যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয় ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত গোষ্ঠীর ঘাঁটি।

\এআই/

Exit mobile version