Site icon Jamuna Television

শিক্ষার্থীদের ফলাফল দিয়ে মূল্যায়ন করা যাবে না: শিক্ষামন্ত্রী

রাজশাহী ব্যুরো:

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষার্থীদের ফলাফল দিয়ে মূল্যায়ন করা থেকে বেরিয়ে আসতেই নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। নতুন কারিকুলামের বড় একটি অংশ থাকবে খেলাধুলা। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এক ধরনের মানসিকতা হয়েছে যে একজন শিক্ষার্থী শুধুমাত্র ফলাফল দিয়েই মূল্যায়ন হবে। এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু ফলাফল দিয়ে সার্বজনীন উন্নয়ন হয় না। এমন ধারণা থেকে বেরিয়ে আসার জন্যই নতুন কারিকুলাম হয়েছে। আমরা আশা করছি যথাসময়ে তা বাস্তবায়ন করতে পারবো।

মন্ত্রী আরও বলেন, খেলাধুলাকে আমদের শিক্ষা কার্যক্রমের মধ্যেই অন্তর্ভুক্ত করবো। নতুন শিক্ষানীতির একটি বিশাল অংশ একটিভিটি লার্নিং। সেখানে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে  ‘খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত  ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এএস

Exit mobile version