Site icon Jamuna Television

খাল থেকে মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার, গ্রেফতার দুই যুবক

বরগুনা করেসপনডেন্ট:

বরগুনার আমতলী উপজেলার একটি খাল থেকে নিখোঁজের দুদিন পর এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সোনউটা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামের তোফাজ্জেল হোসেন খান এর মেয়ে। সে ইসলামপুর হাসানিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূলহোতা প্রতিবেশী হৃদয় খান (২০) এবং তার সহযোগী জাহিদুলকে (১৯) গ্রেফতার করা হয়েছে।

নিহতের স্বজনদের দাবি অপহরণের পর মুক্তিপণ না পেয়ে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। তারা জানায়, গত সোমবার সকালে সে নিখোঁজ হয়। পরদিন তার বাবা মো. তোফাজ্জেল হোসেন খান থানায় সাধারণ ডায়েরি করেন। বুধবার সকালে স্থানীয়রা সোনাউটার খালে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পরে থাকতে দেখে। পরে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বলা যাবে।

/আরএইচ/এটিএম

Exit mobile version