Site icon Jamuna Television

পরিচয় মিললো লাস ভেগাসের সেই নায়কের

লাস ভেগাসের কনসার্টে গত রোববারের নির্বিচার গুলির ঘটনা নাড়া দিয়েছে গোটা বিশ্বকে। ঘটনার ভয়াবহতা আর আকস্মিকতায় মানুষ হতবিহ্বল। এরই মধ্যে আশার আলোর মতো দেখা দেয় একটি ছবি। যেখানে দেখা যায়, জীবনের ঝুকি নিয়ে এক যুবক মানব ঢাল হয়ে আকড়ে ধরে থাকে এক নারীকে বাঁচানোর জন্য। সংবেদনশীল মানুষকে দারুন নাড়া দেয় ছবিটি।  ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে। এবার জানা গেছে সেই হিরোর আসল পরিচয়।

তার নাম ম্যাথিউ কবোস, মার্কিন সেনাবাহিনীর সদস্য। ম্যাথিউর জন্ম ক্যালির্ফোনিয়ায়। তবে সেনাবাহিনীর ক্যাভালরি স্কাউট হিসেবে তার পোস্টিং হাইওয়াই রাজ্যে। পরিবারের সাথে ছুটি কাটাতে তিনি ক্যালিফোর্নিয়া এসেছিলেন। সেদিন ম্যাথিউ শুধু মানব ঢাল হয়ে জীবন রক্ষার চেষ্টা করেননি, তিনি ঐ নারীর চোখ হাত দিয়ে ডেকে রাখেন যাতে করে আশেপাশের ভয়াবহ দৃশ্য তার চোখে না পড়ে। ম্যাথিউ এই নারীকে নিরাপদ স্থানে রেখে আবার দুর্ঘটনাকবলিত এলাকায় গিয়ে আহতের পাশে দাঁড়ান। তিনি তার বেল্টকে রশি হিসেবে ব্যবহার করে গুলিবিদ্ধ মানুষে রক্তপাত বন্ধের চেষ্টা করেন।

ম্যাথিউ’র পরিচয় নিশ্চিত হবার পর তার ফেসবুক পেজ ভেসে যাচ্ছে প্রশংসা আর শুভেচ্ছা বার্তায়।

টিবিজেড/

Exit mobile version