Site icon Jamuna Television

সরকারের সমালোচনা করায় মিয়ানমারে তিন সাংবাদিক আটক

মিয়ানমারে সরকারের ত্রুটিপূর্ণ আর্থিক ব্যবস্থাপনার সমালোচনা করায় গ্রেফতার হয়েছেন তিন সাংবাদিক। তারা হলেন, ইলেভেন মিডিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক কিয়াও জাও লিন ও নায়ি মিন এবং প্রধান প্রতিবেদক ফিও ওয়াই উইন।গতকাল হাতকড়া পরিয়ে ইয়াঙ্গুনের আদালতে হাজির করা হয় তাদের।

জনমনে ভীতি ছড়াতে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশের অভিযোগে মামলা দায়েরের পর পাঠানো হয় কারাগারে। অপরাধ প্রমাণিত হলে দু’বছর পর্যন্ত জেল ও অর্থদণ্ড হতে পারে তাদের। মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র ছত্রছায়ায় পরিচালিত একটি আর্থিক প্রকল্পের ওপর, গেল সোমবার প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। প্রকল্পটি পরিচালনার দায়িত্বে রয়েছেন, ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রী এবং সু চি’র ঘনিষ্ঠ সহযোগী ফিও মিন থেইন। নগরীর বাস নেটওয়ার্কের আড়ালে অর্থ লোপাটের ওপর আলো ফেলা হয় প্রতিবেদনটিতে। সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে, ২০১৬ সালেও জেল খেটেছিলেন পত্রিকাটির সম্পাদকরা।

Exit mobile version