Site icon Jamuna Television

ইরাকে ড্রোন হামলায় হিজবুল্লাহ’র ৩ সদস্য নিহত

ইরাকে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কাতাইব হিজবুল্লাহর এক কমান্ডার। বুধবার (৭ ফেব্রুয়ারি) ড্রোন হামলায় গোষ্ঠীটির আরও দুই যোদ্ধার মৃত্যু হয় বলে জানা গেছে।

ইরান সমর্থিত গোষ্ঠীটির নিহত শীর্ষ নেতার নাম আবু বাকির আল সাদি। ইরাকের কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম জানায়, বাগদাদের পূর্বাঞ্চলে ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি গাড়ি টার্গেট করে হামলা চালানো হয়। হামলার পর আগুন ধরে যায় গাড়িটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।

প্রসঙ্গত, পিএমএফ’র একটি অংশ কাতাইব হিজবুল্লাহ।

এর আগে, গত মাসে জর্ডানে মার্কিন ঘাঁটিতে সেনা হত্যার দায়ে কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে যুক্তরাষ্ট্র। ওই ঘটনার জেরেই ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে শুরু করে অভিযান। তবে সম্প্রতি এক বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ জানায়, অঞ্চলটিতে মার্কিন বিরোধী অভিযানে অংশ নেবে না তারা।

/এমএইচ

Exit mobile version