Site icon Jamuna Television

এশিয়ান কাপ: টানা দ্বিতীয় ফাইনালে কাতার

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ফিরে এসে ফাইনালে জায়গা করে নিয়েছে কাতার। এএফসি এশিয়ান কাপের রোমাঞ্চকর সেমিফাইনালে ইরানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়নরা।

চার যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ইরানের শুরুটা হয়েছিল দারুণ। খেলার চতুর্থ মিনিটেই সরদার আজমাউনের গোলে ১-০ তে এগিয়ে যায় তিনবারের এশিয়ান চ্যাম্পিয়নরা। ১৩ মিনিট পর জাসেম জাবের কাতারকে সমতায় ফেরানোর পর প্রথমার্ধের শেষদিকে কাতারকে ২-১ গোলে এগিয়ে নেন আকরাম আফিফ।

বিরতির পর সফল স্পটকিকে ইরানকে ২-২ গোলে ম্যাচে ফেরান আলিরেজা জাহান বখশ। তবে ৮২ মিনিটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইতি টানে কাতার। আলমোয়েজ আলির গোলে ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। অবশ্য আলির গোলটি নিয়ে রয়েছে বিতর্ক। অফসাইড মনে হলেও শেষ পর্যন্ত সেটি বৈধ গোল দেয়া হয়। ৯০ মিনিটের পর প্রায় ১৭ মিনিট ইনজুরি টাইম দেয়া হলেও আর গোল করতে পারেনি ইরান।

/এএম

Exit mobile version