Site icon Jamuna Television

যুদ্ধবিরতি প্রস্তাব: হামাসের দেয়া শর্ত প্রত্যাখ্যান ইসরায়েলের

যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে হামাসের দেয়া শর্ত প্রত্যাখ্যান করেছে তেল আবিব। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের দাবিকে ‘উদ্ভট’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম সংস্থা বিবিসি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় ছাড়া অন্য কোনো সমাধান নেই। খুব শিগগিরই এতে সফল হবেন বলেও দাবি করেন। কাতার ও মিসরের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি প্রস্তাব তৈরি করা হয় গত সপ্তাহে। যাতে সমর্থন জানায় ইসরায়েল। গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তাতে কিছু শর্ত জুড়ে দেয় হামাস। তবে সংগঠনটির সাড়াকে ইতিবাচক হিসেবে আখ্যা দেয় মধ্যস্থতাকারীরা।

যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। নেতানিয়াহুর অনড় অবস্থানের পরও চুক্তি নিয়ে আশাবাদী তিনি। বলেন, কাজ করে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কায়রোয় কাতার ও মিসরীয় কর্মকর্তাদের সাথে আরেক দফা আলোচনা হবে।

/এএম

Exit mobile version