Site icon Jamuna Television

হাইতিতে সংঘাতে নিহত ৫

ছবি: রয়টার্স

হাইতিতে হয়েছে আবারও সংঘাত। বুধবার (৭ ফেব্রুয়ারি) দেশটির রাজধানীতে বন্দুকধারী পরিবেশ বিষয়ক সংস্থা বিএসএপির সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫ জন এজেন্টের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

চলতি ফেব্রুয়ারির ৭ তারিখে পদত্যাগের কথা ছিল প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির। দেশটির প্রথা অনুযায়ী, এই দিনটিতেই শপথ গ্রহণ করেন প্রেসিডেন্ট।

বলা হচ্ছে, পুলিশি সহিংসতা থেকে বিক্ষোভকারীদের নিরাপত্তার জন্য কাজ করে বিএসএপি। পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সশস্ত্রগোষ্ঠীর কমপক্ষে ৫ জন আন্দোলনকারী। কোনো পুলিশ হতাহত হয়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি।

হেনরি সরকারের পদত্যাগের দাবিতে পুরো দেশেই অস্থিতিশীল অবস্থা বিরাজমান। পদত্যাগের কথা থাকলেও নিজ গদি ছাড়ছেন না হেনরি। বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।

/এএম

Exit mobile version