Site icon Jamuna Television

ফুটপাতে হাঁটার সময় গাছ চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

ব্যুরো প্রধান, বরিশাল

বরিশালে গাছ চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর হাতেম আলী কলেজ চৌ মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান শাওন বরিশাল ইনফরমেশন টেকনোলজি (বিআইটি) কলেজের পঞ্চম সেমিস্টারের ছাত্র। তিনি নবগ্রাম রোড এলাকার ঈদগাহ সড়কের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সকালে চৌমাথা লেকের পূর্ব পাড়ে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন শাওন। এসময় সড়কের পাশে থাকা একটি নারিকেল গাছ ভেঙ্গে তার উপর গিয়ে পড়ে। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Exit mobile version