Site icon Jamuna Television

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত

মিয়ানমারের চীন প্রদেশে গুলি করে দুটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে আরাকান আর্মি (এএ)। বুধবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের খুব কাছে একটি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ইরাবতি।

এ ঘটনা নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। বিধ্বস্ত সামরিক যানটির পাশে দাঁড়িয়ে ছবি প্রকাশ করে এএ বিদ্রোহীরা। আরাকান আর্মি জানায়, পালেতোয়া শহরে সংঘর্ষের সময় হেলিকপ্টারটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাই নামক পাহাড়ের কাছে পার্বত্য এলাকার ঘন জঙ্গলে সেটি বিধ্বস্ত হয়। কাছাকাছিই রয়েছে জান্তার একটি সামরিক ঘাঁটি।

প্রসঙ্গত, এই দুটি পাহাড়ই বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বান্দরবান সীমান্তে অবস্থিত। প্রায় দুমাস ধরে চলা সংঘর্ষের পর গত ১৩ জানুয়ারি আরাকান আর্মি চিন রাজ্যের এই শহরটির নিয়ন্ত্রণ নেয়। তার আগে গত অক্টোবরে উত্তরাঞ্চলে ‘অপারেশন ওয়ান জিরো টু সেভেন’ নামে অভিযান শুরু করে আরাকান আর্মিসহ তিন বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’।

/এএম

Exit mobile version