Site icon Jamuna Television

অবশেষে বিশ্রামে ড্যারেল মিচেল

চোট থেকে মুক্তি পেতে আপাতত বিশ্রামে গেছেন নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যারেল মিচেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না তিনি।

গত ৬-৭ মাস ধরে পায়ের চোট নিয়েই খেলেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারেল মিচেল। তবে তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড এই খবর নিশ্চিত করেছেন।

মিচেল না থাকলেও তার বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট। কারণ, দলে অতিরিক্ত ব্যাটার হিসেবে আছেন উইল ইয়াং। মিচেলের জায়গা তিনি পূরণ করবেন।

অন্যদিকে, নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক কেইন উইলিয়ামসন অস্ট্রেলিয়ার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে দলে নাও থাকতে পারেন। তিনি তৃতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন।

/এএম

Exit mobile version