Site icon Jamuna Television

সবচেয়ে উষ্ণতম জানুয়ারি দেখলো বিশ্ববাসী

জলবায়ুর পরির্বতনে হুমকির মুখে সারা পৃথিবী। টানা অষ্টম বারের মত এবারও সবচেয়ে উষ্ণতম মাস হলো জানুয়ারি। ২০২০ সালের সর্বোচ্চ তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে এ বছর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইউরোপীয় নিউনিয়নের কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানায় এ তথ্য। তাদের দাবি, জলবায়ুর পরিবর্তনের ফলেই পূর্ব প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের পানি ক্রমশই উষ্ণ হয়ে উঠছে এবং এ পরিবর্তন দেখছে বিশ্ববাসী।

জুন মাসকে বছরের সবচেয়ে উষ্ণতম মাস ধরা হয়। তবে প্রতি বছরই বেড়ে চলেছে এ মাসের উষ্ণতা।

এটিএম/

Exit mobile version