Site icon Jamuna Television

পুতিনকে চ্যালেঞ্জ জানানো সেই বরিসের প্রার্থিতা বাতিল

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বরিস নাদেজদিনের প্রার্থিতা বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন। তিনি যুদ্ধবিরোধী প্রার্থী হিসেবে দেশটিতে ব্যাপক পরিচিত। মার্চ মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে লড়তে ২ লাখ সমর্থকের স্বাক্ষর সংগ্রহ করেছিলেন তিনি।

কিন্তু রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন দাবি করে, তার জমা দেওয়া স্বাক্ষরগুলির শতকরা ১৫টিই ত্রুটিপূর্ণ ছিল। পরবর্তীতে বরিস নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করলেও কমিশন তার আবেদন প্রত্যাখ্যান করে।

এ ঘটনার পর বরিস রাশিয়ার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন। তিনি সেখানে বলেন, আমি রাশিয়াজুড়ে লাখেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছি কিন্তু তারা এটি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে যে স্বাক্ষরগুলো ঠিক নেই।

রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশ নিতে পারবে তার পুর্ণাঙ্গ সিদ্ধান্ত আসবে শনিবার (১০ ফেব্রুয়ারি) । নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫-১৭ মার্চ ।

এমএইচআর/এটিএম

Exit mobile version