
ট্রেনের টিকিট কালোবাজারির সাথে রেল ও অনলাইনে টিকিট বিক্রির লোকজন জড়িত। জানিয়েছেন, রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর পাংশায় এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান। রেলমন্ত্রী বলেন, এরইমধ্যে টিকিট কালোবাজারিতে জড়িত দু’টি গ্রুপ ধরা পড়েছে। একটি কমিটি গঠন করে নির্দেশ দেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।
জিল্লুল হাকিম বলেন, রেলের শূন্যপদ পুরণে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এরইমধ্যে ৫ হাজার জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে রেললাইন চালুর পাশাপাশি নতুন বগি ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
এটিএম/



Leave a reply