Site icon Jamuna Television

চট্টগ্রামে রিয়াজউদ্দীন বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের একটি আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হোটেল সাফিনার পাশের একটি ভবনের ৭ তলায় এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। বহুতল ভবন এবং উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ভেতরে কেউ আছে কিনা এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।

ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তারা। এতে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ঝুঁকি এড়াতে ভবনের অনেকেই তাদের মালামাল ও লোকজনকে সরিয়ে নিচ্ছেন।

/এনকে

Exit mobile version