Site icon Jamuna Television

বিটিএস সদস্যকে বিয়ে করতে ঘর ছাড়া সেই ৩ কিশোরী উদ্ধার

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্যকে বিয়ে করার জন্য একসাথে ঘর ছাড়া সেই ৩ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে খিলগাঁও থানা পুলিশ।

এর আগে, গত ২৯ জানুয়ারি নিখোঁজ হন ওই তিন বান্ধবী। তাদের প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। এদের মধ্যে একজন বিটিএস সদস্যকে বিয়ের ইচ্ছা প্রকাশ করে চিঠি লিখে গেছেন। পরে থানায় সাধারণ ডায়েরি করে কিশোরীদের পরিবার।

আরও পড়ুন: বিটিএস সদস্যকে বিয়ে করতে রাজধানীর ৩ কিশোরী ছাড়লেন ঘর, ১১ দিনেও মেলেনি খোঁজ!

জানা গেছে, বেশিরভাগ সময়ই তারা ইউটিউবে বিটিএসের বিভিন্ন ভিডিও দেখতেন।

/এনকে

Exit mobile version