Site icon Jamuna Television

অল্পের জন্য বেঁচে গেলেন ফরিদুর রেজা সাগরসহ ৬ জন

রাজশাহীতে ইমপ্রেস এভিয়েশনের একটি হেলিকপ্টার নির্মাণাধীন ভবনের সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া ও সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা হেলিকপ্টার যোগে রাজশাহীতে যান। গোদাগাড়ীর একটি স্কুলে অনুষ্ঠান শেষে একই হেলিকপ্টারে করে ঢাকায় ফিরছিলেন তারা। উড্ডয়নের সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটি নির্মাণাধীন ভবনের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

Exit mobile version