Site icon Jamuna Television

রাখাইন ছাড়ছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা

মিয়ানমার জান্তার সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘাতকে কেন্দ্র করে রাখাইন ছেড়ে যাচ্ছে জাতিসংঘসহ বিদেশি বিভিন্ন সংস্থা। রাখাইনে কাজ করা বেসরকারি সংস্থার একটি বিশ্বস্ত সূত্র স্থানীয় সংবাদমাধ্যমকে এ কথা জানায়।

রাখাইনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ (ইউএনডিপি) জাতিসংঘের বেশকিছু সংস্থার দফতর রয়েছে। গত কয়েদিনে রাজ্যটির বিভিন্ন এলাকায় কর্মরত জাতিসংঘের প্রায় ৩০০ কর্মীকে সিত্তে শহরে নেয়া হয়।

এরইমধ্যে ভারতীয় উপ-দূতাবাসের কর্মীরা সিত্তে শহর ছেড়েছেন। পাশাপাশি, দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবাধে চলাচলের ওপরও বিধিনিষেধ দিয়েছে দিল্লি। এছাড়া, জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যাও কমানো হয়েছে।

/এএম

Exit mobile version