Site icon Jamuna Television

উস্কানি দিলে ধ্বংসের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

কন্যার সাথে কিম জং উন। ছবি: সংগৃহীত

শত্রুপক্ষকে সমূলে ধ্বংস করা হবে বলে হঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে তিনি এ কথা বলেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ‘কেআরটি’র বরাত দিয়ে এ তথ্য জানায় এপি।

কিম জং উন বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কের কোনো ইচ্ছা নেই তার। কেউ যদি তার দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে, তবে উত্তর কোরিয়া তাদের নিশ্চিহ্ন করতে এক মুহূর্ত দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দেন দেশটির সর্বোচ্চ নেতা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে এমন কথা বলেছেন কিম জন উন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মেয়ে জু-আয়ের সঙ্গে সামরিক মন্ত্রণালয় পরিদর্শনে আসেন। এসময় সেখানে সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএম

Exit mobile version