Site icon Jamuna Television

উয়েফা প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন না সেফেরিন

উয়েফা প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচন করবেন না আলেক্সান্ডার সেফেরিন। ২০২৭ সালের পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্যারিসে উয়েফা কংগ্রেসের পর সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সেফেরিন। টানা তৃতীয় মেয়াদে গত বছর উয়েফার প্রধান নির্বাচিত হয়েছিলেন সেফেরিন, সেটি ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

উয়েফা প্রেসিডেন্ট বলেন, আমি প্রায় ৬ মাস আগে সিদ্ধান্ত নিয়েছি, ২০২৭ সালে প্রার্থী হিসেবে দাঁড়াব না। কারণ, একটা সময় পর সব সংস্থারই নতুন নেতৃত্বের প্রয়োজন। তবে মূল কারণ হলো, আমি ৭ বছর ধরে পরিবার থেকে দূরে এবং আরও তিন বছর তাদের থেকে দূরে থাকতে হবে।

স্লোভেনিয়ান এই আইনজীবীর চার বছরের চলতি মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। মূলত পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত।

/এএম

Exit mobile version