Site icon Jamuna Television

যে কারণে নিজের ছবি ‘লাপাতা লেডিস’ থেকে বাদ পড়লেন আমির খান

আগামী পহেলা মার্চে কিরন রাওয়ের নতুন ছবি ‘লাপাতা লেডিস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি তিনি জানালেন, সাবেক স্বামী আমির খানও এতে কাজ করতে চেয়েছিলেন। তবে তাকে বাদ দিতে হয়েছিল। মূলত আমিরের তারকা খ্যাতির জন্যই তাকে বাদ দেন কিরন।

ছবির কাস্টিং প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে কিরন বলেন, ‘লাপাতা লেডিস’র গল্প ও চরিত্র আমিরের বেশ পছন্দ হওয়ায় তিনি এতে কাজ করার আগ্রহ করার প্রকাশ করেন। ছবিতে আমির একজন পুলিশ অফিসারের চরিত্রে কাজ করতে চেয়েছিলেন। এমনকি তিনি এর জন্য অডিশনও দিয়েছিলেন।

কিরন বলেন, যেহেতু আমিরের একটি তারকা খ্যাতি রয়েছে। তাই আমরা ঠিক করলাম তিনি এই ছবির জন্য সঠিক ব্যক্তি নন। এতে দর্শকের এই ছবি নিয়ে প্রত্যাশা আরও বেড়ে যাবে। তাই এর জন্য রবি কিষাণকে নেয়া হয়। আমির এই ছবিতে কাজ না করলেও নানা রকম আইডিয়া দিয়ে টিমকে সাহায্য করেছেন বলে জানান কিরন।

প্রায় ১২ বছর পর আমির খানের সাবেক স্ত্রী কিরন রাও আবারও ফিরলেন চলচ্চিত্র নির্মাণে। এর আগে, ২০১২ সালে ধোবি ঘাট নামক সিনেমার পরিচালনা করেছিলেন। ‘লাপাতা লেডিস’ সিনেমাটি আমির খানের প্রযোজনাতেই হয়েছে।

এটিএম/

Exit mobile version