Site icon Jamuna Television

বিএনপি-জামায়াত রাজনৈতিক খুনি চক্র: হাসানুল হক ইনু

জনতার আদালতের পর আইনের আদালতে গ্রেনেড হামলা মামলার রায়ে প্রমাণিত হলো বিএনপি-জামায়াত রাজনৈতিক খুনি চক্র। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন বিএনপি জামায়াত চক্র রাজনৈতিক প্রতিপক্ষকে শুধু শারীরিকভাবে নিশ্চিহ্ন করতে চায় না তারা ক্ষমতায় ধাকলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যা ও খুনের রাজনীতি করে।

দুপুরে কুষ্টিয়ায়র ভেড়ামারায় এক অনুষ্ঠানে তিনি বলেন, খুনী চক্রের পক্ষে ওকালতি করে বিরাট রাজনৈতিক বিশ্বাসঘাতকতা করেছেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাধা স্বরুপ।

Exit mobile version