Site icon Jamuna Television

হঠাৎ অচেতন হয়ে হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত।

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। অচেতনও হয়ে যান। তখনই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এদিকে এমন বার্তার সঙ্গে সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অচেতন হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন নুসরাত ফারিয়া। হাতে ক্যানোলা, চলছে সেলাইন।

তবে, এর বাইরে নায়িকার অচেতন হবার কারণ জাবা যায়নি এখনও। সকাল নাগাদ ফারিয়ার অবস্থা কিছুটা উন্নতির দিকে। মূলত, পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে অসুস্থ হয়ে পড়ার আসল কারণ।

\এআই/

Exit mobile version