Site icon Jamuna Television

ঘোড়ায় চড়ে কোথায় যাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ছবি: হিন্দুস্তান টাইমস।

গত বছরের ৭ ফেব্রুয়ারি, দীর্ঘ দিনের প্রেমের ইতি টেনে বিয়ে করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বিয়ের এক বছর পূর্ণ হলো বলিউডের জনপ্রিয় এই দম্পতির। বিবাহ বার্ষিকীতে সিদ্ধার্থ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, সঙ্গে কিয়ারা। তবে কোন রেস্তোরাঁয় রোমান্টিক ডেটে নয়। বরং দুজনে ঘোড়ার পিঠে চড় ঘুরে বেড়াচ্ছেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্ত্রী কিয়ারার সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে সূর্যাস্ত দেখছেন, এমনই একটি ছবির ক্যাপশনে সিদ্ধার্থ লেখেন ‘যাত্রা নয়, গন্তব্যে পৌঁছনটাই গুরুত্বপূর্ণ, তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী।

প্রসঙ্গত, গত বছর রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা। এর আগে, ‘শেরশাহ’ সিনেমায় একসাথে দেখা যায় এই জুটিকে। জুটি হিসাবে দশর্কের মনেও জায়গা করে নিয়েছিলেন তারা। 

\এআই/  

Exit mobile version