Site icon Jamuna Television

অভিনেত্রী শেহতাজের মা আর নেই 

ছবি: সংগৃহীত।

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের মা শাহিনা খন্দকার আর নেই। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্যটি নিশ্চিত করেছেন শেহতাজের স্বামী কণ্ঠশিল্পী প্রীতম হাসান।

ফেসবুকে পোস্ট করে প্রীতম লিখেছেন, ‘আমার শাশুড়ি আজ ভোর ৬টা ৩০ মিনিটে মারা গেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে, ২০২২ সালে মারা যান শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া। বছর দুয়েকের মাথায়, মাকেও হারালেন এই অভিনেত্রী।

\এআই/

Exit mobile version