Site icon Jamuna Television

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, মাদরাসা শিক্ষক জেলহাজতে

স্টাফ করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদরাসা শিক্ষক ইসমাইল হোসাইনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। ধর্ষণকাণ্ডে সহায়তাকারী আরও ৪ শিক্ষকের বিরুদ্ধে একই আদেশ দেয়া হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অভিযুক্ত ৫ জনকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকসুদপুর আমলি আদালতে তোলা হলে, বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে মাদরাসা শিক্ষার্থীর বাবা রবিউল ইসলাম বাদী হয়ে ধর্ষক ইসমাইল হোসাইনসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক তার কক্ষেই ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

উল্লেখ্য, গোপালগঞ্জের মুকসুদপুরের বাঁশবাড়িয়া পরিজান বেগম মহিলা কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী বুধবার রাত ৮টার দিকে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুটি সেখানকার আবাসিক শিক্ষার্থী ছিল। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

/এমএইচআর/এটিএম

Exit mobile version