Site icon Jamuna Television

মা-বাবা হচ্ছেন রিচা-ফজল

আলি ফজল ও রিচা চাড্ডা। ছবি: হিন্দুস্তান টাইমস।

কিছুদিন আগেই খবর আসে আনুশকা অন্তঃসত্ত্বা। এরপর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম। বলিউডে হবু মায়ের তালিকায় এবার নাম লেখালেন রিচা চাড্ডা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর দিয়েছেন অভিনেত্রীর স্বামী আলি ফজল। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ছবি পোস্ট করে আলি লিখেছেন, ‘আমাদের দু’জনের পৃথিবীতে নতুন অতিথি আসছে। পোস্টে ভক্ত অনুরাগীদের কাছে দোয়া চাইলেন এই দম্পতি। ছবিতে দু’জন থেকে তিন জন হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে বিয়ে করেন আলি ফজল ও রিচা চাড্ডা। উল্লেখ্য, ২০১২ সালে ‘ফুকরে’ সিনেমার সেটে প্রথম বার একে অপরের মুখোমুখি হন রিচা ও আলি। প্রথম দেখাতেই প্রেমে পড়েন দু’জন। তবে তিন বছর পর ওই তারকা জুটি ‘ডেট’ করা শুরু করেন।

\এআই/

Exit mobile version