Site icon Jamuna Television

গাইবান্ধায় মায়ের সাথে রাস্তা পারাপারের সময় শিশুর মৃত্যু

গাইবান্ধা করেসপনডেন্ট : 

গাইবান্ধার পলাশবাড়ীতে মায়ের সাথে রাস্তা পারপারের সময় ট্রাকচাপায় মাহমুদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় বিক্ষুদ্ধ জনতা। শুক্রবার (৯ ফেব্রুযারি) দুপুরে পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকায় সরকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিশু মাহমুদ পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলাম ও মাহামুদা বেগম দম্পতির ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে সরকার ফিলিং স্টেশনের সামনে শিশু মাহমুদকে নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের জন্য অপেক্ষা করছিলেন মা মাহামুদা বেগম। হঠাৎ মায়ের হাত ছেড়ে মাহমুদ একাই মহাসড়ক পারাপারের জন্য দৌড় দেয়। এসময় ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাহমুদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version