Site icon Jamuna Television

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নতুন মুখ ওপেনার ফজলে রাব্বি আর ফিরেছেন পেইস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এশিয়া কাপ দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত ও মুমিনুল হক। সাকিব-তামিম না থাকায় জিম্বাবুয়ে সিরিজকে হালাকাভাবে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন- প্রধান নির্বাচক।

ইনজুরির কারণে সাকিব-তামিম খেলছেন না জানা ছিলো আগেই। তাই তো জিম্বাবুয়ে সিরিজ ছিলো নতুনদের পরখ করে নেয়ার বড় সুযোগ। তবে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হাটেননি নির্বাচকরা। সবশেষ এশিয়া কাপ দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত ও মুমিনুল হক। লিটন দাস ও সৌম্য সরকারের সাথে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে ফজলে মাহমুদ রাব্বি। এছাড়া বোলিং অলরাউন্ডার আরিফুল হকের সাথে রাখা হয়েছে আরেক অলরাউন্ডার সাইফ উদ্দিনকে।

এছাড়া ইনজুরি শঙ্কা থাকলেও অধিনায়ক হিসেবে আছেন মাশরাফী। এছাড়া অন্য সদস্যরা হলেন লিটন দাস, মুশফিক, মাহমুদুল্লাহ, নাজমুল শান্ত, মোস্তাফিজ, রুবেল, আবু হায়দার রনি।

২১ অক্টোবর হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আর ১৫ অক্টোবর শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

Exit mobile version