Site icon Jamuna Television

খুলনার হয়ে বিপিএল মাতাতে আসছেন হোল্ডার

ফাইল ছবি

বিপিএল থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানি খেলোয়াড়রা। তাই প্রায় প্রতিটি দলকেই খুঁজতে হচ্ছে বিকল্প খেলোয়াড়। খুলনা টাইগার্সের দুই পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দল ছেড়েছেন। তাইতো বিকল্প হিসেবে তারা দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) হোল্ডারকে নেয়ার খবরটির নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছে খুলনা টাইগার্স। একটি ভিডিও কার্ডে হোল্ডারের ছবি দিয়ে লিখেছে, ডেরায় স্বাগতম, জেসন। খুলনা টাইগার্স তাদের স্কোয়াডের শক্তি বাড়িয়েছে শক্তিশালী অলরাউন্ডার জেসন হোল্ডারকে যোগ করে।

খুলনায় বিদেশি খেলোয়াড় হিসেবে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার এভিন লুইস ও শাই হোপ আছেন আগে থেকেই। এবার আসছেন হোল্ডার। এছাড়া দলটিতে বিদেশি খেলোয়াড় হিসেবে আরও খেলছেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা, কাসুন রাজিতা ও দাসুন শানাকা।

/এনকে

Exit mobile version