Site icon Jamuna Television

ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্য মেলা

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যেন আরও বেশি মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। ক্রেতার আনাগোনা বাড়তে থাকায় সামনের দিনগুলোতে কেনাবেচা আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা।

সময় গড়িয়ে শেষের দিকে, আজ বানিজ্য মেলা ২১ তম দিন। ক্রেতা আকৃষ্ট করতে লাভের অংশ কমিয়ে বিক্রেতারা মনোযোগ দিচ্ছে মূল্য ছাড়ে। বরাবরের মতো এবারও মেলায় ব্যবস্থা রয়েছে গৃহস্থলির পণ্য, হোমটেক্স, কসমেটিকস, খাবারসহ বিনোদনের ব্যবস্থা।

শেষ সময়ে এসে, এখন পছন্দ হলেই, দরদাম করে কেনাকাটা করছে ক্রেতারা। মেলায় কেনাকাটার পাশাপাশি পরিবার স্বজন নিয়ে বেড়াতে আসছেন রাজধানী ও আশপাশের বাসিন্দারা। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও রয়েছে অস্থায়ী পার্ক রয়েছে বিভিন্ন রাইডের ব্যাবস্থা। এমন অবসর সময়ে ছোটদের পাশাপাশি পরিবারের বাকি স্বজনরাও আনন্দে মেতে উঠেছে।

এটিএম/

Exit mobile version