Site icon Jamuna Television

ঊর্ধ্বমূখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক ১৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩শ’ ৭৩ পয়েন্টে। পাশাপাশি বেড়েছে শরিয়াহ সূচক ২৪ এবং ডিএসই থার্টি সূচক ২১ পয়েন্টের মতো।

এই সপ্তাহে হাতবদল হয় ৮ হাজার ৪৭৫ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৮৪ কোটি টাকার শেয়ার। যা গত সপ্তাহের তুলনায় ৮৫ শতাংশ বেশি।

হাতবদল হওয়া ৪০৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৪০টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়নি ১৩টির।

এই সপ্তাহেও লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। হাতবদল হয়েছে মোট ২৪৭ কোটি ৭০ লাখ টাকা শেয়ার। ২৪৬ কোটি টাকার বেশি শেয়ার হাতবদল করে দ্বিতীয় অবস্থানে ছিল ফু-ওয়াং ফুড। এরপরেই আছে বিডি থাই।

প্রায় ৬০ ভাগ বেড়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল সিকদার ইন্সুরেন্স কোম্পানি। এরপরেই আছে বাংলাদেশ ফিন্যান্স। দর বেড়েছে প্রায় সাড়ে ৩৬ ভাগ। আর তৃতীয় অবস্থানে শাইনপুকুর সিরামিকস।

প্রায় ১২ ভাগ কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল রেনাটা। এর পরের অবস্থানে যথাক্রমে খান ব্রার্দাস এবং আনোয়ার গ্যালভানাইজিং।

এটিএম/

Exit mobile version